ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কে আলু বোঝাই ট্রাক ও থ্রি-হুইলার পাগলুর গাড়ির সংঘর্ষে ২জনের মৃত্যু

মোঃ জয়নাল আবেদীন, স্টাফ রিপোর্টারঃ

ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়ক, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় আলু বোঝাই ট্রাক ও তিন চাকার একটি পাগলু গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন–জয়ন্ত রায় (২৯) ও আরফান (২৩)। নিহত জয়ন্ত রায় বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের চেয়ারম্যানপাড়া গ্রামের দিনা রায় রামের ছেলে এবং আরফান একই উপজেলার মধুপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন, ঠাকুরগাঁও সদর উপজেলার মহুবাসী গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে মুরাদ (২৪),
পীরগঞ্জ উপজেলার জামাইবাড়ি গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী আকলিমা (২২), বালিয়াডাঙ্গী উপজেলা লাহিড়ী গ্রামের (৪৫) ও একই গ্রামের আব্বাস আলী কন্যা আসিয়া জান্নাত (৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলু বোঝাই ট্রাকটি দ্রুত গতিতে আসছিল। বিপরীত দিক থেকে আসা পাগলুর সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জয়ন্তের মৃত্যু হয় এবং পাগলুতে থাকা বাকি যাত্রীরা গুরুতর আহত হন। আরফানকে গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার রকিবুল আলম চয়ন বলেন, “ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।” উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে রংপুরে রেফার্ড করা হয়। তাদের মধ্যে শিশু আসিয়ার অবস্থা গুরুতর।

খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওই পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে পলাতক রয়েছেন ট্রাকচালক।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম বলেন, “আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছি। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত চলছে এবং খুব শীঘ্রই বিস্তারিত তথ্য জানাতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *