নিজস্ব প্রতিবেদক:
মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আছিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) এশার নামাজের পর তার জানাজা শেষে গ্রামের বাড়িতে তার দাফন কাজ সম্পন্ন করা হয়।
এর আগে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে হেলিকপ্টারে গ্রামের বাড়িতে নেওয়া হয় তার মরদেহ।আছিয়ার মরদেহ মাগুরায় পৌঁছানোর পর সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের নোমানী ময়দানে প্রথম জানাজা হয়। এতে হাজারো মানুষ অংশ নেয়। পরে তার মরদেহ গ্রামে নেয়া হয়।
এদিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাত পৌনে ৮টার দিকে অভিযুক্তের বাড়িটিতে আগুন দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, জানাজার নামাজ শেষ হওয়ার পরপরই বিক্ষুদ্ধ জনতা এই হৃদয় বিদারক ঘটনা সহ্য করতে না পেরে আসামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়। রাত সোয়া ৮টার সময় এই প্রতিবেদন তৈরি পর্যন্ত ওই বাড়িতে আগুন জ্বলছিল।
কয়েকদিন মৃত্যুর সঙ্গে প্রাণপণ চেষ্টা করে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৮ বছর বয়সী শিশু আছিয়া।
আছিয়ার পরিবারের অভিযোগ, শিশুটি গত ৫ মার্চ বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।