স্টাফ রিপোর্টার::
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও চায়ের দোকানে মোবাইল গেমের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়ভাবে ‘ক্যাসিনো গেম’ নামে পরিচিত এই গেমগুলোর মাধ্যমে অর্থ লেনদেন হচ্ছে এবং এতে জড়িয়ে পড়ছে কিশোর, যুবকসহ শিক্ষার্থীরাও।
স্থানীয় কয়েকজন শিক্ষক ও এলাকাবাসী জানান, মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা রিচার্জ করে গেম খেলায় অংশ নেওয়া যায়। এই লেনদেন পরিচালনায় কিছু ব্যক্তি ‘ডিলার’ বা ‘এজেন্ট’ হিসেবে কাজ করছে, যারা নির্দিষ্ট হারে কমিশন পান।
সম্প্রতি এলাকায় ছোটবড় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় অনেকেই এর সঙ্গে এই গেমের যোগসূত্রের ধারণা করছেন। বিভিন্ন সূত্র বলছে, খেলায় টাকা হারিয়ে অনেকেই বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।
প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি —এই গেম পরিচালনাকারী ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং গেম সংক্রান্ত লেনদেন মনিটরিংয়ের আওতায় আনা হোক।
কয়েকজন শিক্ষক ও অভিভাবক বলেন,
“এই গেমের কারণে আমাদের সন্তানরা লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছে। আমরা প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করছি। তা নাহলে ধ্বংসের পথে চলে যাচ্ছে যুব সমাজসহ কিশোর শিক্ষার্থীরাও।”
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ দুরুল হুদা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইনসহ অন্যান্য প্রযোজ্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল গেমের আড়ালে অনলাইনে জুয়া খেলার এই প্রবণতা সম্পর্কে প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।