মোঃ জয়নাল আবেদীন, স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় অটো ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে পহির উদ্দিন (৫২) নামের এক অটো চালকের মৃত্যু হয়েছে। আজ (৪ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে উপজেলার ভানোর ইউনিয়নের দক্ষিণ বিশ্রামপুর গ্রামে এঘটনা।
নিহত অটো চালক পহির উদ্দিন ওই গ্রামের মৃত- লতিব উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্হানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় রাতে অটো গাড়িটি চার্জে দেন তিনি। ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে গাড়িটি চার্জ থেকে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জড়িয়ে পড়ে সে, এসময় বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী জানান, খবর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।