নিরাপদ বাংলাদেশ চাই ইউকে পর্তুগাল শাখার কমিটি গঠন সম্পন্ন।

পর্তুগাল প্রতিনিধিঃ

বাংলা ভাষাভাষী মানুষের মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে পর্তুগাল শাখার কমিটি গঠন গত ১৯শে জুন’২২ইং রোজ রবিবার পর্তুগালের রাজধানী লিজবনের একটি রেষ্টুরেন্টে সম্পন্ন করা হয়।
সংগঠনের আহ্বায়ক আমিরুল হকের সভাপতিত্ব ও  মোহাম্মদ কামরুজ্জামান ফরহাদ পরিচালনা সভায় সর্বসম্মতিক্রমে ২০২২ ও ২০২৩ সালের জন্য  আমিরুল হককে  সভাপতি ও মোহাম্মদ কামরুজ্জামান ফরহাদকে সেক্রেটারী হিসেবে ২৩ সদস্য বিশিষ্ট  কমিটি গঠন করা হয়। ২৩ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য বৃন্দ হলেন:
সভাপতি : মোহাম্মদ আমিরুল হক
সিনিয়র সহ-সভাপতি : এহসানুর রহমান ইরাক
সহ-সভাপতি : আবু তাহের সুমন
সহ-সভাপতি : জসিম উদ্দিন
সহ-সভাপতি : শেখ সাইকুর ইসলাম
সহ-সভাপতি : সেলিম আহমদ
সেক্রেটারী : মোহাম্মদ কামরুজজামান ফরহাদ
সহকারী সেক্রেটারী : আমিনুল ইসলাম সিদ্দিকী
সাংগঠনিক সম্পাদক : ইসমাইল আলী
সহসাংগঠনিক : নজরুল ইসলাম
অর্থসম্পাদক :সামছুল ইসলাম সিদ্দিকী
প্রচার সম্পাদক : মোঃ দেলোয়ার হোসাইন
সমাজ সেবা সম্পাদক :জুবায়ের আহমেদ
সদস্য : মো‌ নজরুল হক,ময়নুল হক,মাগফুর আহমদ, এমদাদুল হক,আকদুছ মিয়া, আলী মিয়া,শাহিন আহমেদ ময়না মিয়া, বাকিদ মিয়া, হাসান মিয়া প্রমুখ।
নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভাপতি মুসলিম খান সহ ইউকে কমিটির পক্ষ থেকে পর্তুগালে নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারী এবং সদস্য বৃন্দ কে অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় মুসলিম খান বলেন, নবনির্বাচিত সভাপতি মোঃ আমিরুল হক একজন সংগঠন ও জননেতা তিনি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নে সাবেক মেম্বার ও প্যানেল চেয়ারম্যান ছিলেন। পাশা পাশি সাংবাদিকতা ছিল তার কাজ। পর্তুগাল শাখার অন্যান্য দায়িত্বশীল সাবেক ছাত্র নেতা ও মানবাধিকার কর্মী ছিলেন। আশা করি বাংলাদেশের মানবাধিকারের পক্ষে কথা বলা হবে আমাদের মুল কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *