মাধবপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
মাসুদ লস্কর, স্টাফ রিপোর্টার হবিগঞ্জঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর বাজারে র্যাব -৯ এর সহযোগিতায় ২৩ শে মার্চ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে তেলের বিক্রয় রশিদ সংরক্ষণ না করায়,মুল্য তালিকা না থাকায়, গরুর মাংসের দাম বেশি রাখা,আলু অধিক দামে বিক্রি করা,সহ বিভিন্ন অনিয়মের জন্য মেসার্স স্বপন রায় এন্ড সন্স, মেসার্স লোকনাথ এন্টারপ্রাইজ, মেসার্স অনিল পাল ব্রাদার্স, মেসার্স নারায়ণ পাল ব্রাদার্স, কামাল মিয়া ও জাহের মিয়ার মাংসের দোকান, রিদয় মিয়ার সব্জির দোকান কে মোট ৫৩,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর হবিগঞ্জ এর সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ ব্যাপারে প্রতিবেদককে বলেন, বাজারের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে।