বগুড়ায় শহীদ শিমুলের পরিবারকে ২ লাখ টাকা দিলো জামায়াত

বগুড়া প্রতিনিধি::

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে শহীদ শিমুল মন্ডল মতিনের পরিবারকে নগদ ২ লাখ টাকা উপহার দেয়া হয়েছে।

আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে আজ ০৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শহীদের পরিবারের নিকট নগদ অর্থ তুলে দেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

এসময় শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, শহর জামায়াতের সহকারি সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম ও অধ্যাপক নাসির উদ্দিন, জামায়াত নেতা ইঞ্জি: বজলুর রহমান, ফুলবাড়ী সাংগঠনিক থানা জামায়াতের আমির এ্যাডভোকেট শাহীন মিয়া, শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শহীদ পরিবারকে অর্থ প্রদান উপলক্ষ্যে শহরের বৃন্দাবনপাড়ায় শহীদের বাসভবনে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক এলাকাবাসী দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন। উল্লেখ্য, ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে গর্জে ওঠা ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগষ্ট বগুড়া শহরের বড়গোলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন দর্জি শ্রমিক শিমুল মন্ডল মতিন।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *