ঘরে ঘরে বঙ্গবন্ধু চর্চা শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা
সাগর আহমেদ, জামালপুর জেলা প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) পুলিশ সুপারের কার্যালয় সম্মেলনে কক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে জেলা পুলিশ জামালপুরের উদ্যোগে “ঘরে ঘরে বঙ্গবন্ধু চর্চা” শীর্ষক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবদাস ভট্টাচাৰ্য্য বিপিএম, ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সমগ্র পরিবারের প্রতি শ্রদ্ধা এবং শোক জ্ঞাপন করে সকলে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে কাজ করতে হবে। বাঙালি জাতির অস্তিত্বে নিবিড়ভাবে জড়িয়ে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।বঙ্গবন্ধুর আদর্শের চর্চার আহ্বান জানিয়েছেন প্রধান অতিথি।
আমাদের সকল কে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সামাজিক ও রাষ্ট্রীয় ঐক্য নিয়ে কাজ করতে হবে।
প্রধান অতিথি আরো বলেন এ ধরনের প্রতিযোগিতা শিক্ষা প্রতিষ্ঠানে চালু থাকলে বঙ্গবন্ধুকে জানার ব্যাপক সুযোগ তৈরি হবে। বঙ্গবন্ধুকে জানলে মুক্তিযুদ্ধ সম্পর্কেও সম্যক ধারণা পাবে শিক্ষার্থীরা। একই সঙ্গে ঘরে ঘরে যদি বঙ্গবন্ধুকে নিয়ে চর্চার ক্ষেত্র সৃষ্টি হয় তবে বর্তমান প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে এবং ঘুষ-দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তরুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে এবং বঙ্গবন্ধুর চেতনায় বেড়ে উঠতে এমন আয়োজন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও জামালপুরের জেলা প্রশাসক মো: ইমরান আহমেদ; জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ; পৌর মেয়র মো: ছানোয়ার হোসেন ছানু; জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী; জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ; জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী মিঞা সহ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরতে ঘরে ঘরে বঙ্গবন্ধু চর্চায় পুলিশ সুপার এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিবৃন্দ।
এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ,স্থানীয় জনপ্রতিনিধিগণ,জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#